নেইমার মেসি তার ক্যারিয়ারে কত গোল করেছেন?

 নেইমার: 


২০২২ কাতার বিশ্বকাপে সবার আগে নিজেদের টিকিট নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে চরমভাবে বিদায় নেয় তারা। তাই এবারের লক্ষ্য ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা অর্জন। আর যার নেতৃত্ব দেবেন পিএসজির প্রাণভোমর নেইমার। চলুন তার আগে জেনে নেয়া যাক জাতীয় দলের হয়ে ২৫ বছর বয়সি নেইমার কত ম্যাচে কত গোল করেছেন।


ম্যাচ:       ৮৩টি

গোল:     ৫৩টি। 

এ্যাসিস্ট: ৩৬টি


বিশ্বকাপে এখন পর্যন্ত ১টি আসর খেলেছেন নেইমার।  এ এক আসরে তিনি অংশ নিয়েছেন মাত্র ৫টি ম্যাচে। করেছেন ৪টি গোল এবং এ্যাসিস্ট ১টি। হলুদ কার্ড ১টি।

বিশ্বকাপ বাছাই পর্বে ১৪টি ম্যাচ খেলেছেন নেইমার। ৬টি গোলের পাশাপাশি এ্যাসিস্ট করেছেন ৯টি। হলুদ কার্ড ৮টি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছেন ৫৩টি। গোল সংখ্যা ৩৬, এ্যাসিস্ট ২১ ও হলুদ কার্ডের সংখ্যা ৯টি। 


কোপা আমেরিকা কাপে পিএসজির  প্রাণভোমর ৬টি ম্যাচে অংশ নিয়েছেন। প্রতিপক্ষের জালে গোল জড়িয়েছেন ৩টি এবং এ্যাসিস্ট  করেছেন ১টি। হলুদ কার্ডের সংখ্যা ২টি আর লাল কার্ডও খেয়েছেন ১টিতে। 

কনফেডারেশন কাপে ৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নেইমার। করেছেন ৪টি গোল। এ্যাসিস্ট ৪টি। হলুদ কার্ড ১টি। 


Comments

Popular posts from this blog

ক্রিস্টিয়ানো রোনালদো: তার ক্যারিয়ারে কত গোল করেছেন?

Venus is now a hellish desert, probably because Jupiter pushed it around